Country 6 months ago

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তোপ ভারতের, ভিনিটো বললেন আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধ হলেই শান্তি ফিরবে

india slammed pakistan at UNGA

 

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর : সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে তীব্র ভৎসর্না করল ভারত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেধনে ভারতের উত্তর দেওয়ার অধিকার প্রয়োগ করে রাষ্ট্রপুঞ্জে ভারতীয় মিশনের প্রথম সচিব মিজিতো ভিনিটো বলেছেন, "ভারতীয় উপমহাদেশে শান্তি ও নিরাপত্তার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে। এটা তখনই ঘটবে যখন আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধ হবে, সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও নিজস্ব জনগণের প্রতি স্পষ্ট হবে, সংখ্যালঘুরা নির্যাতিত হবে না।"পাকিস্তান সরকার ও সে দেশের প্রধানমন্ত্রীকে ভর্ৎসনা করে মিজিতো ভিনিটো বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক যে পাক প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার জন্য এই অধিবেধনের মঞ্চ বেছে নিয়েছেন। তিনি নিজস্ব দেশের অপকর্মকে অস্পষ্ট করতে এবং ভারতের বিরুদ্ধে পদক্ষেপের ন্যায্যতা দেওয়ার জন্য এমনটি করেছেন।" মিজিতো ভিনিটো আরও বলেছেন, একটি দেশ যাঁরা দাবি করে যে তাঁরা নিজেদের প্রতিবেশীদের সঙ্গে শান্তি চায়, তাঁরা কখনই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করবে না অথবা ভয়ঙ্কর মুম্বই সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারীদের আশ্রয় দেবে না।"

You might also like!