Country 6 months ago

India now fifth economy in the world : পিছিয়ে পড়ল ব্রিটেন, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত

India now fifth economy in the world

 

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : ব্রিটেনকে পিছলে ফেলে দিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। ব্লুমবার্গের দাবি, ২০২১ সালের শেষ তিন মাসেই এই ‘কামাল’ দেখিয়েছে ভারতীয় অর্থনীতি। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এ দেশের ‘ন্যূনতম’ জিডিপি পৌঁছে গিয়েছে ৮৫ হাজার ৪৭০ কোটি মার্কিন ডলারে। সেখানে ৮১ হাজার ৬০০ কোটি ডলারে দাঁড়িয়ে ব্রিটেনের জিডিপি। এ বছর ব্রিটেনকে ছাপিয়ে যাবে ভারত বলে ইঙ্গিত দিয়েছে আইএমএফ। এক দশক আগে বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত ছিল ১১তম। এবার ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির স্থান দখল করেছে।

You might also like!