Country

1 month ago

Jagdeep Dhankhar:ভারত অভূতপূর্ব উন্নতির পথে এগিয়ে চলেছে : উপ-রাষ্ট্রপতি

Jagdeep Dhankhar
Jagdeep Dhankhar

 

জয়সলমের, ১৪ জুন : ভারত অভূতপূর্ব উন্নতির পথে এগিয়ে চলেছে। জোর দিয়ে বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুক্রবার সকালে রাজস্থানের জয়সলমের-এ সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ১৫৪ ব্যাটেলিয়নের সৈনিক সম্মেলনে অংশ নেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। নিজের বক্তৃতায় উপ-রাষ্ট্রপতি এদিন বলেছেন, "ভারত অভূতপূর্ব উন্নতির পথে এগিয়ে চলেছে। কয়েক বছর আগে আমাদের অর্থনীতি উদ্বেগের বিষয় ছিল... এখন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি।"

উপ-রাষ্ট্রপতি আরও বলেছেন, " ৩৪ বছর আগে দেশকে নিরাপদ রাখতে দেশের সোনা বন্ধক ছিল, তখন আমাদের ফরেন এক্সচেঞ্জ কম ছিল। এখন আমাদের ফরেন এক্সচেঞ্জ এক সপ্তাহে বিলিয়ন বেড়েছে।" এদিন সকালে উপ-রাষ্ট্রপতিকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। উপ-রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী সুদেশ ধনখড় বৃক্ষরোপণও করেছেন।


You might also like!