Country

3 weeks ago

Denis Manturov: ভারত এখন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক অংশীদার : ডেনিস মান্টুরভ

Denis Manturov
Denis Manturov

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারত এখন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক অংশীদার। বললেন রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ। রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ বর্তমানে ভারত সফরে রয়েছেন, তিনি আরও বৃদ্ধির সম্ভাবনার উপর জোর দিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেছেন।

 দিল্লিতে অনুষ্ঠিত বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত-রাশিয়া আন্তঃসরকার কমিশনের ২৫ তম অধিবেশনে ডেনিস মান্টুরভ বলেন, "এখানে আমি স্থিতিশীল ইতিবাচক গতিশীলতার কথা উল্লেখ করতে চাই, এবং গত পাঁচ বছরে আমাদের দেশের বাণিজ্য লেনদেন পাঁচগুণেরও বেশি বেড়েছে। রাশিয়ার সমস্ত বিদেশী অর্থনৈতিক অংশীদারদের মধ্যে ভারত এখন দ্বিতীয় দেশ।"

You might also like!