নয়াদিল্লি, ৫ জুন : বর্তমান প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির মধ্যে ভারসাম্য বজায় রেখে পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে ভারত এগিয়ে চলেছে। বিশ্ব পরিবেশ দিবসে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী জানান, ভারত যদি নিজস্ব ৪জি এবং ৫জি টেলিকম নেটওয়ার্ককে প্রসারিত করে থাকে, তবে দেশ সমানভাবে নিজস্ব বনভূমিকেও বাড়িয়েছে।
প্রধানমন্ত্রী মোদী আরও জানান, "এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম হল একক-ব্যবহারের প্লাস্টিক থেকে পরিত্রাণ পাওয়া, এমন একটি বিষয় যা নিয়ে বিশ্ব এখন কথা বলছে, কিন্তু ভারত গত চার-পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে এটি নিয়ে কাজ করছে৷" উল্লেখ্য, ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। জলবায়ু পরিবর্তন-এর ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ রক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই দিনটি পালনের মূল উদ্দেশ্য। এ বছর দিনটি পালনের মূল ভাবনা, প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যবস্থা।