নয়াদিল্লি, ৭ জুন : শুক্রবার দিল্লিতে সংসদ ভবনে এনডিএ সদস্যদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিনের বৈঠকের মাধ্যমে বিরোধীদের স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয় তৃতীয়বারের জন্য সরকার তাঁরাই তৈরি করবেন। প্রধানমন্ত্রী কক্ষে প্রবেশ করার পর সকলে মোদী-মোদী স্লোগান দেন।
এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ১০ বছর আগে ভারত উদাসী ছিল। সকলে তখন মনে করতো এই দেশে কোনও কিছু পরিবর্তনই হবে না। ১০ বছর আগে সকলে ভাবতো ভারতে কোনও উন্নয়ন হবে না, কিন্তু এখন মোদী সরকার আসার পর সব বদেলেছে, এই ১০ বছরে মোদীজির নেতৃত্বে ভারত বদলেছে। এখন বিকশিত ভারতের সংকল্প নিয়ে আমরা এগোচ্ছি।