Country

1 month ago

India elected to UN Human Rights Council: এই নিয়ে সপ্তমবার, ফের রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে নির্বাচিত ভারত

Parvathaneni Harish
Parvathaneni Harish

 

নয়াদিল্লি, ১৫ অক্টোবর : এই নিয়ে সপ্তমবার, ফের রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে নির্বাচিত ভারত। তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পি বুধবার এক্স মাধ্যমে জানিয়েছেন, "সপ্তমবারের মতো রাষ্ট্রসঙ্ঘে ২০২৬-২৮ মেয়াদের জন্য মানবাধিকার কাউন্সিলে নির্বাচিত হয়েছে ভারত।" হরিশ পি আরও জানিয়েছে, "অভূতপূর্ব সমর্থনের জন্য সমস্ত প্রতিনিধিদলকে ধন্যবাদ। এই নির্বাচন মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি ভারতের অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করে। আমরা আমাদের মেয়াদে এই লক্ষ্য পূরণের জন্য মুখিয়ে আছি।"

You might also like!