Country

8 months ago

Gajendra Singh Shekhawat:বর্তমানে ভারতে তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক রয়েছে : গজেন্দ্র সিং শেখাওয়াত

Gajendra Singh Shekhawat
Gajendra Singh Shekhawat

 

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : রেল, মেট্রো-সহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে ভারতে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, "দেশে এখন ৫০০টি রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে। ২০১৪ সালে সরকার গঠনের এক হাজার দিনের মধ্যে, দেশে ১৮,৪০০টি গ্রাম/পঞ্চায়েতকে বিদ্যুতায়িত করা হয়েছে। এখন তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে।"

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আরও বলেছেন, "গত ৯ বছরে ভারত সরকার পরিকাঠামোর উন্নয়নে ৩৪ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। এবারের বাজেটে মূলধন ব্যয়ের জন্য ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।" শেখাওয়াত আরও বলেছেন, "প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার আগে, প্রধানমন্ত্রী মোদী একটি অঙ্গীকার করেছিলেন, জনগণ আমাদের দেশের উন্নত করতে এবং পরিবর্তন করার জন্য বেছে নিয়েছেন, কেবল এটি সুচারুভাবে চালানো নয়। তিনি অঙ্গীকার করেছেন, রাস্তা গ্রামীণ, দরিদ্র, বঞ্চিত এবং অনগ্রসর শ্রেণীর নাগরিকদের জীবনযাত্রার উন্নতির মধ্য দিয়ে এই প্রাপ্তি সম্ভব।"


You might also like!