Country

2 weeks ago

National Space Day : ভারত মণ্ডপমে জাতীয় মহাকাশ দিবস উদযাপন, ইসরোর সাফল্যকে কুর্নিশ দেশবাসীর

National Space Day (symbolic picture)
National Space Day (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৩ আগস্ট : চন্দ্রযান-৩-এর চাঁদে অবতরণের বর্ষপূর্তি উপলক্ষ্যে শুক্রবার দেশজুড়ে উদযাপিত হচ্ছে প্রথম জাতীয় মহাকাশ দিবস। চন্দ্রযান-৩-এর সাফল্য এবং চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে ভারতের পদার্পণ-এর দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রথম এই জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। দিনটি উদযাপনের মূল ভাবনা- ‘চাঁদকে স্পর্শ করা, জীবনকে স্পর্শ করা-ভারতের মহাকাশ কাহিনী’। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লির ভারত মণ্ডপমে এই উপলক্ষ্যে মূল অনুষ্ঠানের সূচনা করেন।


অনুষ্ঠানের সূচনার পর রাষ্ট্রপতি এদিন ইসরোর রোবটিক্স চ্যালেঞ্জ ও ভারতীয় অন্তরীক্ষ হ্যাকাথনের বিজয়ীদের পুরস্কৃত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান ডঃ এস সোমনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রমুখ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, "সেই ঐতিহাসিক মুহূর্ত যখন বিক্রম ল্যান্ডার সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল, তা ছিল সমস্ত ভারতীয়দের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত। আমি টাচডাউনের লাইভ ফুটেজ দেখেছি এবং সমস্ত ভারতীয়দের মতো, অত্যন্ত গর্ব অনুভব করেছি। এই কৃতিত্বকে উদযাপন করার জন্য আমি একধাপ এগিয়ে যেতে চাই এবং প্রথম জাতীয় মহাকাশ দিবসে সমস্ত ভারতীয়কে অভিনন্দন জানাতে চাই, বিশ্বমানের মাইলফলক অর্জনের সঙ্গে সঙ্গে ইসরোর যাত্রা অসাধারণ হয়েছে।"


ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, "২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবস উদযাপিত হচ্ছে, চন্দ্রযান-৩ এর ঐতিহাসিক চন্দ্র অবতরণকে স্মরণীয় করে, যা ভারতের মহাকাশ ইতিহাসে আগে কখনও ঘটেনি। প্রধানমন্ত্রী ২৩ আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করেছেন এবং অবতরণ স্থানটির নাম দিয়েছেন 'শিব শক্তি পয়েন্ট। এই বছরে দেশব্যাপী জাতীয় মহাকাশ দিবস পালিত হচ্ছে। দেশের মহাকাশ কর্মসূচী গঠনে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণার জন্য আমরা কৃতজ্ঞ।" কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, "এক বছর আগে, ২০২৩ সালের ২৩ আগস্ট আমাদের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম মহাকাশ অভিযানে পরিণত হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, প্রতি বছর এই দিনটি জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে।

You might also like!