দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারত বিশ্বাস করে সমগ্র বিশ্ব একটি পরিবার। ভারত 'বসুধৈব কুটুম্বকম'-এ বিশ্বাস করে। তিমুর-লেস্তের রাষ্ট্রপতি হোসে রামোস-হোর্তার সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেছেন, ভারতবাসী খুবই স্নেহময় এবং অন্যান্য দেশের মানুষও তাঁদের ভালোবাসে কারণ তাঁরা পরিশ্রমী, স্নেহশীল, নম্র এবং বিশ্বস্ত।"
রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, "হাম দুনিয়া কো আপনানা চাহতে, দুনিয়া হাম লোগো কো আপনতি হ্যায়'... ভারতীয় প্রবাসীরা প্রতিটি ক্ষেত্রেই অংশগ্রহণ করছেন, তা সেটা ব্যবসা, শিক্ষা অথবা রাজনীতি হোক না কেন। আমাদের পূর্বপুরুষরা শিখিয়েছেন কীভাবে মানুষের সাথে আলাপ করতে হয়, কীভাবে বাঁচতে হয় এবং কীভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়... আমরা বিশ্বাস করি পৃথিবী একটি পরিবার।"