Country

8 months ago

India bans export of broken rice : ভাঙা চালের রফতানিতে নিষেধাজ্ঞা ভারতের, ৯ সেপ্টেম্বর থেকেই কার্যকর

India bans export of broken rice
India bans export of broken rice

 

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : অ-বাসমতি চালের উপর ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপের পর, সরকার একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, অভ্যন্তরীণ প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যে ভাঙা চাল রফতানি নিষিদ্ধ করেছে। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "ভাঙা চালের রফতানি নীতি ...বিনামূল্যে 'নিষিদ্ধ' থেকে সংশোধন করা হয়েছে।"

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯ সেপ্টেম্বর থেকেই ভাঙা চালের রফতানিতে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বিদেশী বাণিজ্য নীতি ২০১৫-২০২০-র অধীনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা সংক্রান্ত বিধানগুলি এই বিজ্ঞপ্তিতে প্রযোজ্য হবে না। প্রসঙ্গত, দেশীয় সরবরাহ বাড়াতে সিদ্ধ করা চাল ব্যতীত সরকার বৃহস্পতিবারই অ-বাসমতি চালের উপর ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপ করেছে।


You might also like!