Country

9 months ago

India adds 9520 covid case in last 24 hours : দৈনিক সংক্ৰমণ কমে ৯,৫২০; ভারতে করোনায় মৃত্যু ও অসুস্থ রোগীর সংখ্যা নিম্নমুখী

India adds 9520 covid case in last 24 hours
India adds 9520 covid case in last 24 hours

 

নয়াদিল্লি, ২৭ আগস্ট : ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে, বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯,৫২০ জন। মৃত্যুর সংখ্যাও আগের দিনের তুলনায় কমেছে, শুক্রবার সারাদিনে ভারতে মৃত্যু হয়েছে ৪১ জন করোনা রোগীর। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৮৭ হাজার ৩১১-তে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২০ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৮৭ হাজার ৩১১-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৫ লক্ষ ৮৬ হাজার ৮০৫ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২,১১,৩৯,৮১,৪৪৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৭,৫৯৭ জন (১.১৯ শতাংশ)। শনিবাই সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৭,৮৩,৭৮৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬২ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২,৮৭৫ জন।

You might also like!