পাটনা, ১৫ মে : ইন্ডি জোট তথা লালু-পুত্র তেজস্বী যাদবকে আবারও খোঁচা দিলেন লোক জনশক্তি পার্টি (এলজেপি)-র জাতীয় সভাপতি এবং বিহারের হাজীপুরের প্রার্থী চিরাগ পাসোয়ান।
তিনি বলেন, যদি তেজস্বীকে নির্বাচনে জেতার জন্য বিহারের মুখ্যমন্ত্রীর বিপক্ষে ক্রমাগত বলতে হয়, তাহলে বুঝতে হবে নির্বাচনে জেতার জন্য তাদের নির্দিষ্ট কোনও ইস্যু নেই, তারা দুর্বল। মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে, তাঁর বিপক্ষে বলে তারা বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদের অবস্থান উন্নত করার চেষ্টা করছে। জনগণ জানে আমাদের এনডিএ জোট কতটা শক্তিশালী। জনগণ এটাও জানবে, ইন্ডি জোটে কোনও ঐক্য নেই।