Country

3 weeks ago

Income Tax Department raid:তেলেঙ্গানার মন্ত্রী ইন্দ্র রেড্ডির সঙ্গে যুক্ত ১৫টি স্থানে আয়কর দফতরের অভিযান

Income Tax Department raids 15 places linked to Telangana Minister Indra Reddy
Income Tax Department raids 15 places linked to Telangana Minister Indra Reddy

 

হায়দরাবাদ/নয়াদিল্লি, ১৩ নভেম্বর  : হায়দরাবাদের ১৫টি জায়গায় হানা দিয়েছে আয়কর বিভাগ। সোমবার আয়কর দফতরের দল হায়দরাবাদের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।

সরকারি সূত্র জানিয়েছে, তেলেঙ্গানার মন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডির আত্মীয়দের বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতর । গাছিবাউলিতে একটি অ্যাপার্টমেন্টে বসবাসকারী প্রদীপ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে আয়কর আধিকারিকদের একটি দল। প্রদীপ তেলেঙ্গানার মন্ত্রী সবিতা ইন্দ্রের ঘনিষ্ঠ আত্মীয়। এছাড়াও, আয়কর দল রেড্ডির অন্যান্য আত্মীয়দের বাড়ি ও অফিসে অভিযান চালাচ্ছে। বর্তমানে ১৫টি জায়গায় আয়কর দফতরের অভিযান চলছে।

প্রসঙ্গত, চলতি মাসের শেষের দিকে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। তার আগে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং আয়কর দফতরের দলগুলি রাজ্যে ক্রমাগত অভিযান চালাচ্ছে।


You might also like!