নয়াদিল্লি, ২৩ আগস্ট : সমগ্র দেশবাসীকে প্রথম জাতীয় মহাকাশ দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ আগস্ট, শুক্রবার জাতীয় মহাকাশ দিবসে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "মহাকাশ ক্ষেত্রে আমাদের সরকার ধারাবাহিক সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা ভবিষ্যতেও মহাকাশ ক্ষেত্রে আরও অনেক কিছু করবো।"
চন্দ্রযান-৩-এর চাঁদে অবতরণের বর্ষপূর্তি হিসেবে ২৩ আগস্ট, শুক্রবার দেশজুড়ে প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপন হচ্ছে। শুক্রবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "প্রথম জাতীয় মহাকাশ দিবসে সবাইকে শুভেচ্ছা। মহাকাশ ক্ষেত্রে আমাদের দেশের কৃতিত্ব আমরা অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করছি। এটি আমাদের মহাকাশ বিজ্ঞানীদের অবদানের প্রশংসা করারও একটি দিন।"