শিমলা, ১৫ মে : লোকসভা ভোটের আবহে শিমলায় ধুঁকছে পর্যটন, দেখা নেই পর্যটকদের। হাতেগোনা কিছু পর্যটককে দেখেই খুশি আপাতত খুশি থাকছে হোটেল মালিকদের, শুধুমাত্র শিমলা নয়, মানালিতেও একই অবস্থা। ৪ জুন অষ্টাদশ লোকসভা ভোটের ফল ঘোষণা, তারপর পর্যটকরা হিমাচলমুখী হবেন বলেই আশা করছেন হোটেল মালিকরা।
সমগ্র হিমাচল এখন ভোটের প্রস্তুতি নিচ্ছে। তাই স্বাভাবিকভাবেই পাহাড়ি রাজ্যে পর্যটকদের আগমণে এখন ভাটা পড়েছে। অধিকাংশ হোটেলই ফাঁকা, যে সমস্ত হোটেলে পর্যটকরা আছেন, তা সংখ্যায় কম। ৪ দফা ভোট মিটলেও, এখনও ৩ দফা বাকি। সুতরাং এই অবস্থায় ভোট শেষের প্রতীক্ষায় শিমলায় হোটেল মালিকরা।
এদিকে, পর্যটকদের আগমণ কম হওয়া সত্ত্বেও যানজট থেকে রেহাই পাচ্ছেন না শিমলার বাসিন্দারা। রোজই ঘন্টার পর ঘন্টা যানজটে থাকতে হচ্ছে, এই অবস্থা থেকে পরিত্রাণ চাইছেন শিমলার জনগণ।