মুম্বই, ২৬ সেপ্টেম্বর : প্রবল বৃষ্টিতে ভিজলো বাণিজ্যনগরী মুম্বই। বুধবার টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই ও শহরতলি। নাগাড়ে বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি চলের তলায় চলে যায়। রেল লাইনে জল জমে যাওয়ায় কুরলা ও থানে স্টেশনের মাঝে লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর বিভিন্ন রাস্তাতেই দেখা যায় ব্যাপক যানজট।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুম্বই ও পার্শ্ববতী জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এর পরিপ্রেক্ষিতে মুম্বইয়ে স্কুল ও কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ। খারাপ আবহাওয়ার কারণে মুম্বই বিমানবন্দরে দু'টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। কুরলা রেল স্টেশনে স্বাভাবিক হয়েছে ট্রেন পরিষেবা। মধ্য রেলের সিপিআরও জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে সমস্ত লোকাল ট্রেন স্বাভাবিকভাবে চলছে।