Country

2 weeks ago

Bihar:মুজফ্ফরপুরে বাকুচি পাওয়ার গ্রিড চত্বর জলমগ্ন, বিদ্যুত পরিষেবা বিঘ্নিত হওয়ার শঙ্কা!

Bakuchi Power Grid site in Muzaffarpur submerged
Bakuchi Power Grid site in Muzaffarpur submerged

 

মুজফ্ফরপুর, ৩০ সেপ্টেম্বর : বিহারের মুজফ্ফরপুর জেলায় বাকুচি পাওয়ার গ্রিড কমপ্লেক্সে ঢুকে পড়ল বন্যার জল। সোমবার সকালে দেখা যায়, মুজফ্ফরপুরের কাটরায় অবস্থিত বাকুচি পাওয়ার গ্রিড কমপ্লেক্সে জল ঢুকে পড়েছে। পাওয়ার গ্রিড জলমগ্ন হওয়ার কারণে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাওয়ার স্টেশনের প্রকৌশলী সুনীল কুমার বলেছেন, "পাওয়ার গ্রিডের কন্ট্রোল রুমে জল ঢুকে গিয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে কাটরা ব্লকের ২২টি পঞ্চায়েতে যে কোনও সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। আনুমানিক ৪২,০০০- ৪৩,০০০ গ্রাহক সমস্যার মুখোমুখি হবেন।"


You might also like!