Country

1 week ago

jammu and kashmir: কনকনে ঠান্ডা কাশ্মীরে, শ্রীনগরে পারদ নামল মাইনাস ২.১ ডিগ্রিতে

Srinagar
Srinagar

 

শ্রীনগর, ২৮ নভেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর। বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরে তাপমাত্রা নেমেছে অনেকটাই। শীতে কাঁপছে গুলমার্গ ও পহেলগাম। শোপিয়ানেও জমজমাট ঠান্ডা। হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। শোপিয়ানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে তাপমাত্রার পারদ নেমে মাইনাস ২.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৯ ও ৩০ নভেম্বর জম্মু ও কাশ্মীরে উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ওই সময়ে সমতলে হতে পারে বৃষ্টি। ১ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ৪-৬ ডিসেম্বর আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।

You might also like!