নয়াদিল্লি, ১২ এপ্রিল: বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে দিলেন আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী। দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি প্রসঙ্গে শুক্রবার তিনি বলেছেন, "দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি হলে, তা হবে অবৈধ ও অসাংবিধানিক।" এদিন সকালে এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, "আমি বিজেপিকে সতর্ক করছি, দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হলে, তা হবে বেআইনি, অসাংবিধানিক এবং দিল্লির জনাদেশের বিরুদ্ধে। দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টিকে স্পষ্ট জনাদেশ দিয়েছে।"
দিল্লির মন্ত্রী অতিশী আরও বলেছেন, "দিল্লি সরকারের আধিকারিকরা বৈঠকে যোগ দেওয়া বন্ধ করে দিয়েছেন, এই সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে যে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে পতন এবং রাষ্ট্রপতির শাসন কার্যকর করার ষড়যন্ত্র চলছে।" অতিশী অভিযোগ করেছেন, "দিল্লির জনগণের দ্বারা নির্বাচিত অরবিন্দ কেজরিওয়াল সরকারকে শেষ করার জন্য অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। দিল্লি সরকারের অনেক বিভাগ খালি কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা আইএএস অফিসারদের নিয়োগ করা হচ্ছে না। আচরণবিধির অজুহাতে আধিকারিকদের বৈঠকে আসা বন্ধ করে দিয়েছেন। কোনও সমস্যা ছাড়াই দিল্লির নির্বাচিত সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছেন উপ-রাজ্যপাল। এই সব ইঙ্গিত দেয় যে কেন্দ্রের বিজেপি সরকার দিল্লিতে নির্বাচিত সরকারকে পতন করে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায়।"