Country

2 weeks ago

IMD Weather Update : ঘন কুয়াশার কবলে উত্তর ও উত্তর-পশ্চিম ভারত, কমেছে দৃশ্যমানতা

IMD Weather Update
IMD Weather Update

 

নয়াদিল্লি, ২০ নভেম্বর : ঘন কুয়াশার কবলে উত্তর ও উত্তর-পশ্চিম ভারত, আগামী কিছু দিন এমনই কুয়াশার দাপট অব্যাহত থাকবে। কুয়াশার কারণে বুধবার সকালেও কমেছে দৃশ্যমানতা, চূড়ান্ত সমস্যার মুখোমুখি হয়েছেন গাড়ির চালকরা। কুয়াশা এতটাই বেশি যে, গাড়ি চালাতে সমস্যা হয়েছে। বুধবার ১৩টি ট্রেন দেরিতে চলাচল করছে এবং বাতিল হয়েছে ৯টি ট্রেন।

আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কিছু দিন উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে অব্যাহত থাকবে কুয়াশা। অন্তত ৪-দিন পঞ্জাব ও হরিয়ানায় ঘন থেকে অতি ঘন কুয়াশা বজায় থাকবে। এছাড়াও আগামী ২-৩ দিন দিল্লিতে মাঝারি কুয়াশা থাকবে। বুধবার সকালেই ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল দিল্লি ও লাগোয়া রাজ্যগুলি। উত্তর প্রদেশের পাশাপাশি ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায় পঞ্জাব ও হরিয়ানাতেও।

You might also like!