নয়াদিল্লি, ১৬ মে: সুখবর দিল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৩১ মে দেশে প্রবেশ করবে বর্ষা। ওই দিন কেরল থেকে দেশে পা রাখবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আইএমডি জানিয়েছে, "এই বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ৩১ মে কেরলে প্রবেশ করতে পারে। বর্ষা আগাম প্রবেশ করছে না, এটাই স্বাভাবিক সময়। কেরলে বর্ষার বৃষ্টি শুরু হয় সাধারণত ১ জুন।"
জুন ও জুলাই কৃষির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃষ্টির মাস হিসাবে বিবেচিত হয়, কারণ খরিফ ফসলের বেশিরভাগ বপন এই সময়ে হয়। যাইহোক এবার বর্ষার আগমণ বিলম্বেই হচ্ছে। তবে, আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এ বছর বর্ষার বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হতে চলেছে। এ বছর বর্ষায় গড় বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।