Country

3 weeks ago

Asaduddin Owaisi News: আর কোনও মসজিদের দখল ছাড়ব না! হুঁশিয়ারির সুর ওয়াইসির কণ্ঠে

Asaduddin Owaisi (File Picture)
Asaduddin Owaisi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুসলিম পক্ষ ইতিমধ্যেই হাইকোর্টে ধাক্কা খেয়েছে। অনুমতি দেওয়ার পর শুরু হয়েছে জ্ঞানবাপী মসজিদের ব্যাস তেহখানায় পূজার্চনা। আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে এই সংক্রান্ত মামলা। আবার অপরদিকে বিতর্ক চলছে মথুরার শাহি ইদগাহ মসজিদ নিয়েও। আর এবার এসবের মাঝেই অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসির গলায় হুঁশিয়ারির সুর। হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন মুসলিম পক্ষ কোনও অবস্থাতেই বারণসীর জ্ঞানবাপীর দখল ছাড়বে না। সোমবার হায়দরাবাদের সাংসদ বলেন, 'অনেক হয়েছে। আর কোনও মসজিদের দখল ছাড়ব না।'

বারাণসী জেলা আদালত অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদন খারিজ করে হিন্দু পক্ষের আবেদন মেনে জ্ঞানবাপী মসজিদ চত্বরে উপসনার অনুমতি চেয়ে দায়ের করা আবেদনের শুনানিতে সম্মতি পাওয়া গিয়েছিল দেড় বছর আগে, তখনই ওয়াইসি আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, 'অযোধ্যার রাম মন্দির-বাবরি মসজিদ মামলার মতো পরিণতির দিকেই এগোচ্ছে বারণসীর জ্ঞানবাপী মামলা।'

৩১ জানুয়ারি বারণাসী জেলা আদালতের বিচারক অজয়কুমার বিশ্বাস জ্ঞানবাপীর সিল করা তেহখানায় হিন্দু ভক্তদের উপাসনা তথা আরতি ও পূজার্চনার অনুমতি দিয়েছিলেন। পর দিন থেকএই শুরু হয়েছে দৈনিক পাঁচ দফা আরতি। ব্যাস তেহখানায় চলছে পুজো। মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টে পুজোর উপর স্থগিতাদেশের আবেদন করে। কিন্তু ২ ফেব্রুয়ারি তা খারিজ হয়ে যায়। এরপর মসজিদ কমিটি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।


You might also like!