মান্ডি, ১৪ মে: মঙ্গলবার হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত। মনোনয়ন জমা দেওয়ার পরে কঙ্গনা বলেন, আজ আমি মান্ডি লোকসভা আসন থেকে মনোনয়ন জমা দিয়েছি। মান্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাওয়া আমার কাছে গর্বের বিষয়। আমি বলিউডেও সফল হয়েছি। আমি আশাবাদী যে রাজনীতিতেও সাফল্য পাব।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ১ জুন ভোট হবে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে। সেই কেন্দ্রে এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর বিপক্ষে মান্ডি লোকসভা আসন থেকে রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিংকে প্রার্থী করেছে কংগ্রেস।
প্রসঙ্গত, মনোনয়ন পেশের আগে এদিন নিজের লোকসভা কেন্দ্রে এক বিরাট রোড শো করেন কঙ্গনা। এদিন রাস্তার দুপাশে বিজেপি কর্মী সমর্থকরা ছাড়াও জনগণের ভিড় ছিল চোখে পড়ার মত।