মুম্বই, ২ সেপ্টেম্বর : নাসিকের সিন্নায় বৃহস্পতিবার গভীর রাতে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির কারণে জনজীবন ব্যাহত হয়েছে। ভারি বর্ষণে গোদাবরী নদীর জল বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকায় বসবাসকারী ৩৩ জন নাগরিককে জেসিবির সাহায্যে উদ্ধার করা হয়েছে। রাতে এখানে প্রবল বর্ষণে বহু মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি। জেলা প্রশাসন এখানে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
নাসিক জেলার সিন্নায় গত রাত থেকে প্রবল বজ্রঝড় সহ প্রবল বৃষ্টি হচ্ছে। এর ফলে মুম্বাইনাকা, শালিমার, সিবিএস, ওল্ড নাসিক, রামকুন্ড, রানে নগর, পঞ্চবটি এলাকার বহু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। এমতাবস্থায় নদীর তীরের বহু পুরনো বাড়ি ও বসতিতে জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু অসামরিক লোক নিখোঁজ রয়েছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের বাঁচানোর কাজ করা হচ্ছে। ঘটনাস্থলে সরকারি সংস্থাগুলো রাত থেকেই সাহায্যের জন্য পৌঁছেছে এবং জেসিবির সাহায্যে নাগরিকদের উদ্ধার করা হচ্ছে। প্রশাসনের একটি বিশেষ দল মোতায়েন করা হয়েছে।