Country

2 weeks ago

Manipur drug bust: মণিপুরে উদ্ধার বিপুল পরিমাণের মাদক ও সাইকোট্রপিক পদার্থ, গ্রেফতার তিন

Manipur police arrest three in major drug bust
Manipur police arrest three in major drug bust

 

ইমফল, ২৪ অক্টোবর : মণিপুরে পৃথক অভিযানে বিপুল পরিমণের পরিমাণের মাদকদ্রব্য এবং সাইকোট্রপিক পদার্থ উদ্ধার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল। মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার সকালে মণিপুরের পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নিরাপত্তা বাহিনী তিনটি জেলা জুড়ে একের পর এক অভিযানে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলির মধ্যে সর্বাধিক রয়েছে এক কিলোগ্রাম ‘ডব্লিউওয়াই’ (ব্যবহারকারীদের মধ্যে ‘ওয়ার্লড ইজ ইয়রস্’ নামে পরিচিত মেথামফেটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট) ট্যাবলেট।

রাজ্য পুলিশের আধিকারিক সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার বিষ্ণুপুর জেলার মইরাং মহকুমার বোরায়াংবি মায়াই লেইকাই এলাকায় টেংনুপাল থানার বাইরে ৫১ বছর বয়সি জনৈক মহম্মদ মুহাম্মদ ইবয়াইকে বিপুল পরিমণের ‘ডব্লিউওয়াই’ ট্যাবলেট সহ গ্রেফতার করেছেন নিরাপত্তা কর্মীরা। তার হেফাজত থেকে একটি মটর বাইক, একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট, একটি আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের আধিকারিক জানান, এর আগের দিন পৃথক ঘটনায় ইমফল পশ্চিম জেলার ওয়াঙ্গই মহকুমার পাওবিটেক মানিং লেইকাই থেকে ৫৪ বছর বয়সি মহম্মদ বগিমায়ুম খোমেইকে গ্রেফতার করেছে। সেনাপতি জেলার মাও থানাধীন ২ নম্বর জাতীয় সড়কের পাশে শহিদ পার্ক সংলগ্ন স্থান থেকে পুলিশের অভিযানকারীরা তাকে গ্রেফতার করেছেন। পুলিশ তার হেফাজত থেকে ১১৯ গ্রাম ব্রাউন সুগার ভরতি নয়টি সাবান কেস, একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট, পরিচয়পত্র এবং মাদক বহনে ব্যবহৃত ব্যাগ বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সদর দফতরের আরও খবর, নিরাপত্তা কর্মীরা ২৬ বছর বয়সি সাগোমসুংফাম সোহেলকে ইমফল পূর্ব জেলার হেইনগাং থানার অধীনস্থ খোমিডোক মায়াই লেইকাই থেকে তার আবাসিক এলাকায় গ্রেফতার করেছেন। অভিযানে তার হেফাজত থেকে ৯১ শিশি ‘টুসারেক্স-টিআর’ ব্র্যান্ডের কাশির সিরাপ, একটি সাইকোট্রপিক পদার্থ, একটি মোবাইল ফোন এবং নগদ ১২,৭৮০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

You might also like!