নয়াদিল্লি : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন প্রসঙ্গে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করব, এবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও ন্যায়বিচার পাবেন।
উল্লেখ্য, দেশের সর্বোচ্চ আদালত এএপি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। লোকসভা ভোটের শেষ দফা ১ জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি। ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে কারা কর্তৃপক্ষের কাছে।