মুম্বই, ৫ সেপ্টেম্বর : সোমবার পরিবারের সঙ্গে মুম্বইয়ের লালবাগের রাজা গণেশ পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাবনপুলে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার গভীর রাতে মুম্বই পৌঁছান। এরপর তিনি সহ্যাদ্রি গেস্ট হাউসে রাত্রিযাপন করেন। সোমবার সকালে সহ্যাদ্রি গেস্ট হাউসে অমিত শাহের সঙ্গে দেখা করেন চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি। এরপর পরিবারের সঙ্গে লালবাগের রাজাকে দেখতে যান অমিত শাহ।
আজ অমিত শাহ পাওয়াইতে নায়ক চ্যারিটেবল ট্রাস্ট পরিচালিত স্কুলের উদ্বোধন করবেন। এরপর বিমানবন্দরেই বিজেপির নির্বাচিত নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হবে। এই বৈঠকের পরই দিল্লি চলে যাবেন অমিত শাহ।