দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিনি বিশ্বাস করেন, দেশের মানুষ তাঁকেই ভোট দেবেন। মঙ্গলবারই তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরই প্রতিশ্রুতি দিয়েছেন, 'আমি যেদিন হিন্দু-মুসলিম ভেদাভেদ করব সেদিন থেকে আর এ সমাজে বেঁচে থাকার যোগ্য থাকব না। এটি আমার সংকল্প। আমি হিন্দু-মুসলিম ভেদাভেদ করব না।'
উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাজস্থানের বাঁশওয়ারাতে একটি নির্বাচনী সভা করেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে বলা তাঁর কয়েকটি মন্তব্য তোলপাড় ফেলে দেয় গোটা দেশে। মোদী বলেছিলেন, 'আগে যখন ওদের সরকার ছিল, ওরা বলেছিল, দেশের সম্পত্তিতে প্রথম অধিকার মুসলিমদের। অর্থাৎ আপনাদের সম্পত্তি ছিনিয়ে কাকে বিলিয়ে দেওয়া হবে? যাদের অনেক সন্তান, যারা অনুপ্রবেশকারী তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। আপনার কষ্টার্জিত অর্থ কি অনুপ্রবেশকারীদের হাতে চলে যাওয়া উচিত? মেনে নিতে পারবেন তো তা?' ওই একই ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, 'কংগ্রেসের ইস্তেহার বলছে তারা ঘরের মা-বোনেদের গয়না নিয়ে নেবে। মনমোহন সিংয়ের সরকার বলেছিল, দেশের সম্পত্তিতে প্রথম অধিকার মুসলিমদের। অর্থাৎ এই গয়না তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। ভাইবোনেরা, এই আর্বান নকশাল চিন্তাধারা এখানে চলবে না। এমনকী, বিবাহিতাদের গলার মঙ্গলসূত্রও ছিনিয়ে নিতে চাইছে এরা।'
নরেন্দ্র মোদীর এই ভাষণের বিরুদ্ধে সরব হয়ে নির্বাচন কমিশনের নালিশ করে কংগ্রেস, CPIM এবং CPI(M-L)। এরপরই BJP সভাপতি জে পি নাড্ডাকে একটি নোটিশ ইস্যুস করে কমিশন।
এই মেরুকরণের রাজনীতি নিয়ে এবার সাফাই দিলেন নরেন্দ্র মোদী। তিনি মঙ্গলবার সংবাদমাধ্যমে দেওয়া একটি ইন্টারভিউতে বলেন, 'আমি হিন্দু কিংবা মুসলিম নিয়ে কোনও মন্তব্য করিনি। আমি বলেছি, যত খুশি সন্তান ধারণ করতে পারেন। কিন্তু, নিজেরা যদি তাদের লালনপালন করতে না পারেন, তবে ভেবে দেখুন। এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে সরকারকে সাহায্য করতে হয়।'
তবে কি তাঁর মুসলিম ভোটের প্রয়োজন নেই? জবাবে নরেন্দ্র মোদী বলেন, 'আমি জানি আমার দেশের মানুষ আমায় ভোট দেবে। যেদিন হিন্দু, মুসলিম ভেদাভেদ করব, সেদিন থেকে আর সামাজিকভাবে বেঁচে থাকার যোগ্য থাকব না। আমি হিন্দু-মুসলিম ভেদাভেদ করব না। এটাই আমার সংকল্প।'
নরেন্দ্র মোদী আরও বলেন, 'আমি কোনও গ্রামে ২০০টি বাড়ি তৈরি করে দিই এবং সেখানে ৬০ জন উপভোক্তা থাকে, তবে নিশ্চিত করব যাতে সমস্ত উপভোক্তা সেই পরিষেবা পায়। সেখানে কোনও ধর্ম, জাতি দেখা হবে না। এটাই নিরপেক্ষতা। এটাই ন্যায়। এতে কোনও দুর্নীতিও থাকবে না।'