Country

9 months ago

Sukhvinder Singh Sukhu:দিল্লি অথবা অন্য কোনও রাজ্যকে জল দিতে প্রস্তুত হিমাচল : মুখ্যমন্ত্রী সুখু

Himachal Pradesh Chief Minister Sukhvinder Singh Sukhu.
Himachal Pradesh Chief Minister Sukhvinder Singh Sukhu.

 

শিমলা, ১৪ জুন : জলের জন্য রীতিমতো হাহাকার অবস্থা রাজধানী দিল্লিতে। এই পরিস্থিতিতে স্বস্তির কথা জানালেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। শুক্রবার মুখ্যমন্ত্রী সুখু বলেছেন, দিল্লি অথবা অন্য কোনও রাজ্যকে জল দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে হিমাচল প্রদেশ।

দিল্লিতে জল সংকট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সুখু বলেছেন, "হিমাচল প্রদেশ থেকে হরিয়ানা হয়ে দিল্লিতে প্রবেশ করে জল, তাই দিল্লি সরকারকে হরিয়ানা সরকারের সঙ্গে একটি চুক্তি করতে হবে...হিমাচল প্রদেশে পর্যাপ্ত জল রয়েছে এবং আমরা জল দিতেও প্রস্তুত।"


You might also like!