শিমলা, ১৪ আগস্ট : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। রাজ্যের বিভিন্ন জেলায় ধস নেমে বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ধসের জেরে ২০০-র বেশি রাস্তা বন্ধ হয়ে রয়েছে। এ ছাড়াও দু’টি জাতীয় সড়কেও এর প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর হিমাচল প্রদেশে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।
আগামী ১৯ আগস্ট পর্যন্ত হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নেগুলসারিতে ভূমিধসের কারণে কিন্নর জেলা ও শিমলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নানা জায়গায় বিদ্যুৎ পরিষেবা প্রভাবিত হয়েছে।