Country 6 months ago

Hill View destination 2022হিল ভিউ ডেস্টিনেশন অ্যাওয়ার্ড-২০২২ পেল তামিলনাড়ু

Hill View disination 2022 awared TN

 

চেন্নাই, ২৬ আগস্ট  : তামিলনাড়ুর নীলগিরিস এবং কনুর দেশের সেরা মাউন্টেন। হিল ভিউ ডেস্টিনেশনের জন্য আউটলুক ট্রাভেলার অ্যাওয়ার্ড-২০২২-এ রৌপ্য পুরস্কার জিতেছে।

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি. কিশান রেড্ডি দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য পর্যটন বিভাগের সচিব ডঃ চন্দ্র মোহন বি এবং তামিলনাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (টিটিডিসি) ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক ও পর্যটন পরিচালক সন্দীপ নান্দুরি এই পুরস্কার প্রদান করেন।

সরকারি তথ্য অনুযায়ী, ইকো-ট্যুরিজম ডেস্টিনেশন, বেস্ট ওয়াইল্ডলাইফ ডেস্টিনেশন, বেস্ট অ্যাডভেঞ্চার ডেস্টিনেশন এবং বেস্ট ফেস্টিভ্যাল ডেস্টিনেশন সহ ১১টি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ভারতীয় পর্যটন শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্বদের একটি জুরি এই পুরস্কারের বিচার করেছে।


You might also like!