চেন্নাই, ২৬ আগস্ট : তামিলনাড়ুর নীলগিরিস এবং কনুর দেশের সেরা মাউন্টেন। হিল ভিউ ডেস্টিনেশনের জন্য আউটলুক ট্রাভেলার অ্যাওয়ার্ড-২০২২-এ রৌপ্য পুরস্কার জিতেছে।
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি. কিশান রেড্ডি দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য পর্যটন বিভাগের সচিব ডঃ চন্দ্র মোহন বি এবং তামিলনাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (টিটিডিসি) ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক ও পর্যটন পরিচালক সন্দীপ নান্দুরি এই পুরস্কার প্রদান করেন।
সরকারি তথ্য অনুযায়ী, ইকো-ট্যুরিজম ডেস্টিনেশন, বেস্ট ওয়াইল্ডলাইফ ডেস্টিনেশন, বেস্ট অ্যাডভেঞ্চার ডেস্টিনেশন এবং বেস্ট ফেস্টিভ্যাল ডেস্টিনেশন সহ ১১টি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ভারতীয় পর্যটন শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্বদের একটি জুরি এই পুরস্কারের বিচার করেছে।