মথুরা, ২২ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের মথুরায় নতুন রেলবাস পরিষেবার সূচনা করলেন বিজেপি সাংসদ হেমা মালিনী। বৃহস্পতিবার সবুজ পতাকা নেড়ে রেলবাস পরিষেবার সূচনা করেছেন হেমা মালিনী। উত্তর প্রদেশের মথুরা এবং বৃন্দাবনের মধ্যে এই পরিষেবা কার্যকর থাকবে৷ এদিন নতুন রেলবাস পরিষেবার সূচনা করার পর হেমা মালিনী বলেছেন, আমাদের অন্য পরিকল্পনাও রয়েছে, সেটিও তৈরি করা হবে।"
হেমা মালিনী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "রেলবাস পরিবর্তিত হয়েছে। পুরো সিস্টেমটি নতুন। তবে আমাদের একটি ভিন্ন পরিকল্পনাও রয়েছে, সেটিও তৈরি করা হবে। এটা একটা বিশাল প্রজেক্ট, সময় লাগবে। আমরা এই পরিষেবা বৃন্দাবন থেকে মথুরার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, এই পরিষেবা আরও এগিয়ে যাওয়া উচিত। স্থান অধিগ্রহণ করা হবে এবং পরিকল্পনা করা হবে।"