Country

1 week ago

Helicopter crashes in Pune:মহারাষ্ট্রের পুণে-তে ভেঙে পড়লো হেলিকপ্টার, প্রাণ হারালেন ৩ জন

Helicopter crashes in Pune
Helicopter crashes in Pune

 

পুণে, ২ অক্টোবর : মহারাষ্ট্রের পুণে-তে ভেঙে পড়লো একটি হেলিকপ্টার। বুধবার সকালে পুণে জেলার বাভধানের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এই হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

মাটিতে আছড়ে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও অ্যাম্বুলেন্স। সিপি বিনয় কুমার চৌবে বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। কী কারণে দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

You might also like!