Country

2 weeks ago

Heavy rains in Chennai: প্রবল বৃষ্টিপাত চেন্নাইয়ে, রাস্তায় জল জমে দুর্ভোগ ও ভোগান্তি চরমে

Heavy rains in Chennai
Heavy rains in Chennai

 

চেন্নাই, ১৫ অক্টোবর : ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আগেই পূর্বাভাসে জানিয়েছিল, ১৫ ও ১৬ অক্টোবর তামিলনাড়ুতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মতো ভারী বৃষ্টিতে ভিজল চেন্নাই-সহ তামিলনাড়ুর নানা প্রান্ত। মঙ্গলবার ভোররাত থেকে চেন্নাইয়ে এতটাই বৃষ্টি হয়েছে, যে রাস্তায় জল জমে যায়।

রাস্তায় জল জমে যাওয়ার ফলে, মঙ্গলবার সকালে ব্যাপক যানজটের সৃষ্টি হয় তামিলনাড়ুর রাজধানীতে। চেন্নাই ছাড়াও তিরুভাল্লুর শহরেও অত্যধিক বৃষ্টি হয়েছে। আইএমডি জানিয়েছে, তামিলনাড়ুতে ১৬ অক্টোবর অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী দিন, ১৭ তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


You might also like!