Country

1 week ago

Uttarakhand Heavy rainfall : ভারী বৃষ্টিতে অবরুদ্ধ পোখারি-কর্ণপ্রয়াগ সড়ক, পুরোলায় জলের নীচে সেতু

Uttarakhand Heavy rainfall (symbolic picture)
Uttarakhand Heavy rainfall (symbolic picture)

 

দেহরাদূন, ২৭ আগস্ট : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। বৃষ্টিতে উত্তরাখণ্ডের নানা প্রান্তে জনজীবন কার্যত বিপর্যস্ত। উত্তরাখণ্ডের চামোলি জেলায় প্রবল বৃষ্টির কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে পোখারি-কর্ণপ্রয়াগ সড়ক। ভারী বৃষ্টিপাতের জন্য প্রায় এক সপ্তাহ ধরে জন্য পোখারি-কর্ণপ্রয়াগ রাস্তা বন্ধ হয়ে রয়েছে, পাহাড় থেকে গড়িয়ে আসছে পাথর, এর ফলে বেশ কয়েকটি গ্রাম তহসিল এবং ব্লক সদর থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এদিকে, উত্তরাখণ্ডের পুরোলা অঞ্চলে ভারী বৃষ্টির কারণে জলের নীচে চলে গেল একটি গুরুত্বপূর্ণ সেতু। এই সেতুর মাধ্যমেই চারটি গ্রামের বাসিন্দারা চলাচল করেন। উত্তরকাশীর পুরোলা অঞ্চলে, ভারী বৃষ্টিপাতের ফলে কমল নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, সম্প্রতি নির্মিত একটি অস্থায়ী সেতু ডুবে গিয়েছে।

You might also like!