Country

8 months ago

Heavy rain disrupts normal life in Uttrakhand : ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত উত্তরাখণ্ডে, ভূমিধসে অবরুদ্ধ বহু গুরুত্বপূর্ণ সড়ক

Heavy rain disrupts normal life in Uttrakhand
Heavy rain disrupts normal life in Uttrakhand

 

দেহরাদূন, ১৭ সেপ্টেম্বর : বিগত ৪৮ ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দেবভূমি উত্তরাখণ্ডে। রাজ্যের দেহরাদূন, চামোলি, বাগেশ্বর, চম্পাওয়াত, নৈনিতাল এবং আলমোড়া জেলায় ভারী বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে বেশ কয়েকটি সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় টানা বর্ষণে সমতলে বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। স্থানীয় মানুষজনকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। অন্যদিকে, বাগেশ্বরে দু'টি এবং আলমোড়ায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আবহাওয়া দফতরের সতর্কতার পরিপ্রেক্ষিতে চামোলি প্রশাসন আগামীকাল পর্যন্ত ওই পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে। বদ্রীনাথ ও কেদারনাথের উঁচু পাহাড়ে তুষারপাত হয়েছে। পার্বত্য অঞ্চলের বিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যের দেহরাদূন, বাগেশ্বর এবং তেহরিতেও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভক্ত ও পর্যটকদের ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

You might also like!