গান্ধীনগর, ৩ সেপ্টেম্বর : বৃষ্টি হয়েই চলেছে গুজরাটে, অবিশ্রান্ত বৃষ্টিতে গুজরাটের বিভিন্ন জেলায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। মঙ্গলবারও ভারী বৃষ্টি হয়েছে গুজরাটের গান্ধীনগর, ভারুচে। অবিরাম বৃষ্টিতে গান্ধীনগরের নানা স্থানে জল জমে গিয়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। গান্ধীনগরের সেক্টর ১৩-তে মহাত্মা মন্দির আন্ডারব্রিজ জলমগ্ন হয়ে পড়েছে। গুজরাটের ভারুচেও ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে গুজরাটের বিভিন্ন অংশে। ৪ সেপ্টেম্বর সৌরাষ্ট্র, কচ্ছ-সহ গুজরাটের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হবে। ৫ ও ৬ সেপ্টেম্বরও গুজরাটে অব্যাহত থাকবে বৃষ্টিপাত।