দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিমাচল প্রদেশের ৭টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। এই জেলাগুলি হল উনা, কাংড়া, বিলাসপুর, মান্ডি, সোলান, সিরমাউর ও হামিরপুর। ১৩ ও ১৪ জুন এই জেলাগুলিতে জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ১৫ জুন কাংড়া, কুল্লু, চাম্বা এবং লাহৌল-স্পিতির উচ্চতর অঞ্চলে হালকা বৃষ্টিপাতের কথাও জানানো হয়েছে।
শিমলার আবহাওয়া দফতরের আবহাওয়া বিজ্ঞানী সন্দীপ কুমার শর্মা বলেছেন, "আমরা ১৩ ও ১৪ জুন উনা, কাংড়া, বিলাসপুর, মান্ডি, সোলান, সিরমাউর, হামিরপুর জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছি। কাংড়া, কুল্লু, চাম্বা এবং লাহৌল-স্পিতির উচ্চতর অঞ্চলে ১৫ জুন হালকা বৃষ্টিপাতের আশা করা হচ্ছে।"