Country

1 month ago

Heatwave alert in Himachal:হামিরপুর-সহ হিমাচলের ৭ জেলায় দাবদাহের সতর্কতা, ১৫ জুন বৃষ্টির পূর্বাভাস

Heatwave alert in Himachal
Heatwave alert in Himachal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিমাচল প্রদেশের ৭টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। এই জেলাগুলি হল উনা, কাংড়া, বিলাসপুর, মান্ডি, সোলান, সিরমাউর ও হামিরপুর। ১৩ ও ১৪ জুন এই জেলাগুলিতে জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ১৫ জুন কাংড়া, কুল্লু, চাম্বা এবং লাহৌল-স্পিতির উচ্চতর অঞ্চলে হালকা বৃষ্টিপাতের কথাও জানানো হয়েছে।

শিমলার আবহাওয়া দফতরের আবহাওয়া বিজ্ঞানী সন্দীপ কুমার শর্মা বলেছেন, "আমরা ১৩ ও ১৪ জুন উনা, কাংড়া, বিলাসপুর, মান্ডি, সোলান, সিরমাউর, হামিরপুর জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছি। কাংড়া, কুল্লু, চাম্বা এবং লাহৌল-স্পিতির উচ্চতর অঞ্চলে ১৫ জুন হালকা বৃষ্টিপাতের আশা করা হচ্ছে।"


You might also like!