Country 5 months ago

Hijab Case : বৃহস্পতিবারও চলবে কর্ণাটক হিজাব মামলার শুনানি

hearing of Karnataka Hijab case

 

নয়াদিল্লি  : বুধবার সুপ্রিম কোর্ট কর্ণাটক হিজাব মামলায় নবম দিনের শুনানি শেষ করেছে। রাজ্য সরকার ছাড়াও যেসব কলেজ শিক্ষক হিজাব পরে কলেজে প্রবেশ করতে অস্বীকার করেছিলেন তাদের তরফেও জেরা করা হয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি হেমন্ত গুপ্তের নেতৃত্বে একটি বেঞ্চ আবেদনকারী পক্ষকে সরকার ও শিক্ষকদের যুক্তির জবাব দিতে বলেছে।

আজকের শুনানি শেষ হলে বিচারপতি হেমন্ত গুপ্ত হেসে বলেন, আমরা ২১ জন আইনজীবীর কথা শুনেছি। এখন আমরা ধৈর্য হারাচ্ছি। আদালত কর্ণাটক সরকারকে হিজাবের পিছনে ষড়যন্ত্র এবং বিজ্ঞপ্তিতে কন্নড় শব্দের অনুবাদের মামলায় দায়ের করা চার্জশিটের একটি অনুলিপি দেওয়ার নির্দেশ দিয়েছে। শুনানির সময়, কর্ণাটকের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং নাভাদগি বলেন, হিজাব একটি বাধ্যতামূলক ধর্মীয় ঐতিহ্য নয়। শুধু কোরানে এর উল্লেখই এটাকে ধর্মের অপরিহার্য অংশ করে না। কোরানে লিখিত প্রতিটি শব্দকে বাধ্যতামূলক ঐতিহ্য বলা যায় না। এরপর বিচারপতি গুপ্তা বলেন, হিজাবপন্থী পক্ষ বিশ্বাস করে যে কোরানে যা লেখা আছে তা আল্লাহর নির্দেশ। এটা বিশ্বাস করা অপরিহার্য। তবে সুপ্রিম কোর্টের নিজেই একটি পুরানো রায় রয়েছে কোরানের প্রতিটি শব্দ ধর্মীয় হতে পারে, তবে এটি বাধ্যতামূলক ধর্মীয় ঐতিহ্য নয়।


You might also like!