Country

2 weeks ago

Hathras Stampede: হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যু বেড়ে ১১৬, একাধিক ধারায় এফআইআর রুজু পুলিশের

Hathras Stampede
Hathras Stampede

 

হাথরাস, ৩ জুলাই : উত্তর প্রদেশের হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে জল ১১৬। বহু মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১০, ১২৬(২), ২২৩ ও ২৩৮ নম্বর ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। দেবপ্রকাশ মধুকর যাকে 'মুখ্য সেবাদার' বলে উল্লেখ করা হয়েছে এবং ধর্মীয় অনুষ্ঠানের অন্যান্য আয়োজকদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছে।

হাথরাসের রতিভানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল মঙ্গলবার। অনুষ্ঠান শেষ হতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। আর তাতে‌ই বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ডগ স্কোয়াড-সহ ফরেনসিক ইউনিট ঘটনাস্থলে যায়। হাথরাসের সিএমও মনজিৎ সিং বলেছেন, "এখানে ১০ জন রোগী ভর্তি আছেন এবং তাঁরা সবাই স্থিতিশীল। এখানে ৩৮টি মৃতদেহ এসেছে। তাদের মধ্যে চারজনকে আগ্রায় পাঠানো হয়েছে। বাকি ৩৪ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে... এখন দু'জনকে পাঠানো হবে এবং তাদের মধ্যে দুজন অজ্ঞাত।"

You might also like!