নয়াদিল্লি, ৭ জুন : দিল্লিতে পর্যাপ্ত জল দিচ্ছে না হরিয়ানা, এমনটাই অভিযোগ করলেন দিল্লির জলমন্ত্রী অতিশী। শুক্রবার তিনি বলেন, হিমাচল প্রদেশ থেকে আসা জলের প্রবাহ কমিয়ে দিচ্ছে হরিয়ানা, ফলে দিল্লিতে পর্যাপ্ত পরিমাণ জল আসছে না।
উল্লেখ্য, তীব্র তাপপ্রবাহ, সঙ্গে জলকষ্ট, এখন এমনই নাজেহাল পরিস্থিতি রাজধানীর। বিগত বেশ কিছুদিন ধরেই জলসঙ্কটে ভুগছে দিল্লি। এই জলকষ্ট থেকে মুক্তি পেতে পড়শি তিন রাজ্য হরিয়ানা, হিমাচল প্রদেশ ও উত্তর প্রদেশের থেকে জল চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল দিল্লি সরকার। হিমাচল প্রদেশকে প্রতিদিন ১৩৭ কিউসেক জল দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। জল নিয়ে কোনও রাজনীতি নয়, সাফ জানায় আদালত। হরিয়ানার ক্যানাল এলাকা দিয়ে যাতে এই জল ঠিকমতো দিল্লিতে পৌঁছয় তার নিশ্চিত করতে হবে হরিয়ানা সরকারকে, এও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।