রাজকোট, ১০ আগস্ট : "হর ঘর তিরঙ্গা" অভিযানের অঙ্গ হিসেবে শনিবার গুজরাটের রাজকোটে "তিরঙ্গা যাত্রা" কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এই কর্মসূচিতে অংশ নেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল-সহ অন্যান্য নেতৃবর্গ। "তিরঙ্গা যাত্রা"-য় অংশ নিয়ে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেছেন নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এদিন বলেছেন, "গুজরাটের পবিত্র ভূমিকে প্রণাম করছি আমি, গুজরাট সন্ত ও সমাজ সংস্কারকদের ভূমি...এখন যখন আমরা 'তিরঙ্গা যাত্রা'-য় রওনা হলাম, তাই স্বাধীনতার সময়কাল মনে পড়ে। মহাত্মা গান্ধীর অবদানকে দেশ কখনও ভুলতে পারবে না, যিনি স্বাধীনতা অর্জনে একটি বড় ভূমিকা পালন করেছিলেন, এটা আমাদের জন্য আনন্দের বিষয় যে মহাত্মা গান্ধীর সংযোগও ছিল এই রাজ্যের ভূমির সঙ্গে। আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানকেও ভুলতে পারি না। বক্তব্য শেষে "তিরঙ্গা যাত্রা"-র শুভ সূচনা করেন নাড্ডা, সেই পদযাত্রায় নাড্ডা, ভূপেন্দ্র প্যাটেল-সহ অসংখ্য মানুষ সামিল হন।