হামিরপুর, ১১ মে : আগামী ১ জুন, অন্তিম দফায় হিমাচল প্রদেশের হামিরপুর লোকসভা আসনে ভোট, এই আসনে ভাগ্যপরীক্ষা হবে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুরের। ভোটের আগে জনসংযোগ ও পুজোপাঠে বিশেষ মন দিলেন অনুরাগ ঠাকুর। শনিবার সকালে হামিরপুরের বাসভবনে কন্যাপুজো করেন তিনি। পাশাপাশি মন্দিরেও পূজার্চনা করেছেন অনুরাগ।
অনুরাগ ঠাকুর এদিন বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী ও দল আমাকে পঞ্চমবারের মতো লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে, আমরা মোদী সরকারের প্রাপ্তি, এলাকার উন্নয়ন নিয়ে জনগণের মাঝে যাব এবং তাঁদের আশীর্বাদ চাইব। হামিরপুর আসন এবার ইতিহাস গড়বে, এ বিষয়ে আমি আশাবাদী।" পরে নিজের সংসদীয় এলাকায় রোড শো করেছেন অনুরাগ ঠাকুর। কথা বলেন জনসাধারণের সঙ্গে।