Country 5 months ago

Gyanvapi Mosque : জ্ঞানবাপী মসজিদ মামলার পরবর্তী শুনানি ২৯ সেপ্টেম্বর, মুসলিম পক্ষকে নোটিস আদালতের

Gyanvapi Mosque

 

বারাণসী, ২২ সেপ্টেম্বর : জ্ঞানবাপী মসজিদ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৯ সেপ্টেম্বর, অর্থাৎ পরবর্তী বৃহস্পতিবার। 'শিবলিঙ্গ'-র কার্বন ডেটিং-এর জন্য হিন্দু পক্ষের আবেদনের প্রেক্ষিতে মুসলিম পক্ষকে নোটিশ জারি করেছে বারাণসী আদালত। ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বারাণসী আদালতে জ্ঞানবাপী মামলার শুনানি শুরু হয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন বিষ্ণু শঙ্কর জৈন, সুভাষ নন্দন চতুর্বেদী, সুধীর ত্রিপাঠী, ৪ জন মহিলা আবেদনকারী এবং হিন্দু পক্ষ থেকে ডঃ সোহান লাল আর্য এবং মুসলিম পক্ষ থেকে মোহাম্মদ শামীম আহমেদ।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্ট মাসে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা ও তহখানা নামে পরিচিত) এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী দায়রা আদালতে। এর পর দায়রা আদালতের বিচারক রবিকুমার দিবাকরের নিযুক্ত কমিটি মসজিদের অন্দরে সমীক্ষা ও ভিডিয়োগ্রাফির নির্দেশ দিয়ে পর্যবেক্ষক দল গঠন করে। সেই কাজ শেষ হওয়ার পরেই গত ২০ মে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার শুনানির দায়িত্ব পায় বারাণসী জেলা আদালত। সেই থেকে বারাণসীর আদালতে জ্ঞানবাপী মামলার শুনানি চলছে।

জ্ঞানবাপী মামলায় হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, আমরা কার্বন ডেটিংয়ের দাবি করেছি। মুসলিম পক্ষ বলেছে সেটি ঝর্ণা, আমরা বলেছি শিবলিঙ্গ। একটি স্বাধীন সংস্থাকে এটি তদন্ত করে নিশ্চিত করতে হবে। আমরা কার্বন ডেটিং-এর জন্য একটি আবেদন দাখিল করেছি।

প্রসঙ্গত, সেই আবেদন মঞ্জুর হওয়ায় 'শিবলিঙ্গ'-র কার্বন ডেটিং-এর জন্য হিন্দু পক্ষের আবেদনের প্রেক্ষিতে মুসলিম পক্ষকে নোটিশ জারি করেছে বারাণসী আদালত।

You might also like!