Country 5 months ago

গুরুগ্রামের উদ্যোগ বিহারে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়লেন ৩ জন শ্রমিক

Bihar

 


গুরুগ্রাম, ৩ অক্টোবর : হরিয়ানার গুরুগ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহু পুরানো বহুতল। সোমবার সকালে গুরুগ্রামের উদ্যোগ বিহার ফেস-১-এ একটি বহুতল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছেন কমপক্ষে ৩ জন শ্রমিক, একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। চাপা পড়ে থাকা ৩ জন শ্রমিককে উদ্ধারের প্রচেষ্টা চলছে। দমকল অফিসার ললিত কুমার জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, বহুতল ভেঙে পড়ার পর ২-৩ জন শ্রমিক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে। ইতিমধ্যে এক শ্রমিককে উদ্ধার করা হয়েছে

ডিসিপি (পশ্চিম) দীপক সাহারান জানিয়েছেন, এটি একটি পুরানো বিল্ডিং, যা ২৬ সেপ্টেম্বর থেকে ভেঙে ফেলা হচ্ছে। এটি একটি ৩ তলা উঁচু বিল্ডিং ছিল যার দোতলা ভেঙে ফেলা হয়েছে। বাকি অংশ ধসে পড়ে, যার নিচে চাপা পড়েন ৩ জন শ্রমিক। একজনকে উদ্ধার করা হয়েছে।


You might also like!