Country

3 weeks ago

Cruel summer: গরমে নাজেহাল গুজরাট, মরু রাজ্য রাজস্থানেও তীব্র তাপপ্রবাহ

hot summer day in Gujarat & Rajasthan
hot summer day in Gujarat & Rajasthan

 

নয়াদিল্লি, ৮ এপ্রিল : অত্যধিক গরমে নাজেহাল অবস্থা গুজরাটে, গরমে দুর্বিষহ অবস্থা মরুরাজ্য রাজস্থানেও। দুই রাজ্যেই বিগত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী সর্বোচ্চ তাপমাত্রা। গুজরাটে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার জন্য পশ্চিম রাজস্থানেও লাল সতর্কতা জারি করা হয়েছে। তীব্র গরমে নাভিশ্বাস অবস্থা মরুরাজ্য রাজস্থানেও। আগামী ৩-৪ দিন এমনই গরম থাকবে রাজস্থানে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। বর্তমানে পশ্চিম রাজস্থানের অনেক অংশে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করছে। রাজস্থানে এমনই তাপপ্রবাহ আগামী ৩-৪ দিন অব্যাহত থাকবে। এদিকে, রাজধানী দিল্লিতেও অত্যধিক গরম রয়েছে।

You might also like!