Country

8 months ago

Bilkis Bano gang-rape : গুজরাট সরকারের কাছে বিলকিস বানো গণধর্ষণে দোষীদের মুক্তি সংক্রান্ত সমস্ত কাগজপত্র চাইল সুপ্রিম কোর্ট

Gujarat Government-Bilkis Bano gang-rape-Supreme Court
Gujarat Government-Bilkis Bano gang-rape-Supreme Court

 

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : গুজরাট সরকারের কাছে বিলকিস বানো গণধর্ষণে দোষীদের মুক্তি সংক্রান্ত সমস্ত কাগজপত্র চাইল সুপ্রিম কোর্ট । দু’সপ্তাহের মধ্যে সমস্ত কাগজ জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

শুক্রবার বিলকিস বানো গণধর্ষণ মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যে দোষীদের মুক্তি সংক্রান্ত নির্দেশিকা-সহ সমস্ত নথিপত্র জমা দিতে হবে। তিন সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি শুরু করবে সুপ্রিম কোর্ট।

বিলকিস বানো গণধর্ষণে দোষীদের মুক্তি দেওয়া নিয়ে সরব হয়েছে দেশের নানা অংশের মানুষ। নানা ক্ষেত্রের আধিকারিকরা শীর্ষ আদালতে চিঠি লিখে দোষীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যৌথভাবে সুপ্রিম কোর্টে গুজরাট সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আবেদন করেছিলেন।

প্রসঙ্গত, ১৫ বছর ধরে জেল খাটার পর গত ১৫ আগস্ট হঠাৎই গণধর্ষণকারীদের মুক্তি দেয় গুজরাট সরকার। বিলকিস বানোর তরফে জানানো হয়, আগে থেকে তাঁরা এই ঘটনার কিছুই জানতেন না।

You might also like!