Country

8 months ago

Pune Hostel fire:পুণের হোস্টেলে আগুনে মৃত্যু প্রহরীর, সুরক্ষিত উদ্ধার ৪০ জনের বেশি ছাত্রী

Guard dies in Pune hostel fire, more than 40 students rescued
Guard dies in Pune hostel fire, more than 40 students rescued

 

পুণে, ৭ জুন : মহারাষ্ট্রের পুণের একটি হোস্টেলে আগুনে প্রাণ হারালেন প্রহরী। এছাড়াও কমপক্ষে ৪০ জনের বেশি ছাত্রীকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ পুণে শহরের শানিপার এলাকায় অবস্থিত একটি পাঁচতলা বাড়ির হোস্টেলে আগুন লাগে।

পুণে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মুখ্য দমকল অফিসার দেবেন্দ্র পটফোড জানিয়েছেন, আগুন লাগার পর ওই বাড়ির দোতলায় হোস্টেলে থাকা ৪২ জন ছাত্রীকে উদ্ধার করা হয়। ওই বাড়ির নিচতলায় একটি অ্যাকাউন্টিং একাডেমিতে আগুন লাগে। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিভে যাওয়ার পর, একজনের দেহ উদ্ধার হয়। তিনি ওই বাড়ির প্রহরী ছিলেন।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (জোন-১) সন্দীপ সিং গিল বলেছেন, মৃত ব্যক্তি প্রহরী ছিলেন, যিনি নিচতলায় একটি ঘরের ভিতরে ছিলেন। ওই ব্যক্তির নিথর দেহ সাসুন জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকল।

You might also like!