নয়াদিল্লি, ১ জুলাই : শনিবার রাতে বার্বাডোজের স্টেডিয়ামে এক নতুন ইতিহাসের রচনা করে এসেছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট, বুমরা, সূর্যের জাদুতে দীর্ঘ ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেয়েছে রোহিতের দল। বিশ্বসেরা ভারতীয় ক্রিকেট দলের জয়জয়কার এবার সংসদ ভবনেও। সোমবার সংসদ বসতেই লোকসভা অধিবেশনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের এমন অভূতপূর্ব জয়কে শুভেচ্ছা জানান স্পিকার ওম বিড়লা এবং অন্যান্য সাংসদরা।
উল্লেখ্য, এর আগে ব্যক্তিগতভাবে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।